• ফের দুর্যোগের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আপডেট
    আজ তক | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছে বহু মানুষ। এই পরিস্থিতিতে 'ম্যান মেড বন্যা' বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতির মধ্যেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। 

    দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।  

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৫৮ শতাংশ।

    কেমন থাকবে তাপমাত্রা?

    হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
     
  • Link to this news (আজ তক)