ঘটনাস্থলে এসেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহু পুরনো ওই গোডাউনে একটি কাঠের সিলিং করা হয়েছিল। সেই সিলিংয়ের উপরে প্রচুর মালপত্র রাখা হয়েছিল। সেই মালের ভারেই শেষপর্যন্ত সিলিংটি ভেঙ্গে পড়ে।
পুলিস সূত্রে খবর গোডাউনের ভেতরে মোট ৯ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। আজ ভোরবেলায় সিলিংটি ভেঙে পড়ে। চাপা পড়ে যান সবাই। এদের মধ্যে ৫ জন কোনওক্রমে বেরিয়ে আসতে পারলেও ভেতরে রয়ে যান ৪ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকী ২ জনকে ধ্বসস্তূপ সরিয়ে উদ্ধার করা হলে তাদেরও মৃত অবস্থায় পাওয়া যায়।
যে পাঁচজন বেরিয়ে আসতে পেরেছেন তাদের উপরে খুববেশি মালপত্র পড়েনি। তাই তারা বেঁচে যান। জানা যাচ্ছে বহুদিন রক্ষণাবেক্ষণের অভাবেই ওই গোডাউনের সিলিংটি ভেঙে পড়ে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে।