• হাওড়ার ঘুসুড়িতে গুদামের ছাদ ধসে ৪ শ্রমিকের মৃত্যু
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • উত্তর হাওড়ার ঘুসুড়িতে গুদামের ছাদ ধসে ৪ শ্রমিকের মৃত্যু। ধ্বংসস্তূপে আরও কয়েক জনের চাপা পড়ে থাকার আশঙ্কা। মৃত চার জনের নাম মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো।বৃহস্পতিবার ভোরে ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডে একটি ছাঁট কাপড়ের গুদাম থেকে জোরে কোনও কিছু পড়ার আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে।

    পুলিশ জানায়, প্রথমে এক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় আরও তিন জনকে। তাঁদেরও মৃত ঘোষণা করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

    তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বহু পুরনো ওই গুদামে বহু কাল সংস্কার করা হয়নি। গত সপ্তাহের নিম্নচাপের টানা বৃষ্টিতে গুদামের ছাদ আরও ক্ষতিগ্রস্ত হয়। তার জেরেই গুদামের ছাদের একাংশ ভেঙে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন শ্রমিক ওই গুদামে রাতে থাকতেন। ঘুমন্ত অবস্থাতেই চারজনের মৃত্যু হয়।
  • Link to this news (এই সময়)