• সৌরভকে কুরুচিপূর্ণ আক্রমণ, ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ মহারাজের
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • এক ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, আরজি কর কাণ্ড নিয়ে সৌরভের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে শালীনতার মাত্র ছাড়িয়ে যান ওই ইউটিউবার। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন মহারাজ।কিছুদিন আগেই আরজি কর কাণ্ড নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে প্রবল সমালোচনা হয়। আরজি কর কাণ্ডকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে জনসমাজের রোষের মুখে পড়েছিলেন তিনি৷ যদিও পরে মহারাজ জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

    এর মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেন ওই ইউটিউবার। প্রাক্তন ভারত অধিনায়কের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যর অভিযোগ, সেই ভিডিয়োতে শালীনতার মাত্রা ছাড়িয়ে যান ইউটিউবার। নানা কুকথা বলা হয় দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। এরপরেই ওই ইউটিউবারের বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হয়।

    ওই ভিডিয়োতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এমনকী, মৃত্যুর আগে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা সংশ্লিষ্ট ইউটিউবারের তরফে। রাজ্য পুলিশের সাইবার সেলের তরফে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে অনলাইনে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী ঘটনা ঘটেছে তা পর্যালোচনা করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের নৃশংস ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল 'দীক্ষামঞ্জরী'র তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তিনি। এই ঘটনায় প্রকৃত দোষীদের কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিলেন মহারাজ।
  • Link to this news (এই সময়)