• মৌসুনি দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে পর্যটকরা
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • মৌসুনি দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কটেজের একাংশ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুজোর মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি কটেজের বেশ খানিকটা অংশ। আজ, বৃহস্পতিবার ভোর রাতে ধোঁয়া দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, কিছুক্ষণের মধ্যেই একটি গ্যাস সিলিন্ডারে ফেটে যায়। রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টাতেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও কটেজের একাংশ পুরোটাই পুড়ে গিয়েছে।

    কটেজের ম্যানেজার সুরজিৎ দাস জানান, ওই কটেজে কোনও পর্যটক ছিলেন না। তিনি নিজে এবং একজন কর্মচারী ছিলেন। মূলত, কটেজের কিচেন, স্টোর রুম এবং ডাইনিং রুমে আগুন লাগে। এই চারটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পুরো কটেজের সমস্ত মালপত্র স্টোর রুমে ছিল। সে সমস্তই পুড়ে ছাই হয়ে গিয়েছে। মূলত দাহ্য পদার্থ থাকায় ওই অংশটি পুরোটাই পুড়ে যায়। পুজোর মুখে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে কটেজ মালিক।

    ঘটনার পর খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লজের রান্নাঘর থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র এই মৌসুনি দ্বীপ। কলকাতার কাছাকাছি যে সব পর্যটনকেন্দ্রগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। গত কয়েক বছরে পর্যটকদের আনাগোনা বেড়েছে এই পর্যটন কেন্দ্রে। মৌসুনি দ্বীপে যেতে পারাপার করতে হয় ছেনাই নদী। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পর্যটকদের মধ্যে।
  • Link to this news (এই সময়)