• মহিলা নিরাপত্তায় এগিয়ে বাংলা, এখনও মত জহরের
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: দেশের মধ্যে মেয়েদের জন্য নিরাপদ জায়গা বাংলা — তৃণমূল ছাড়ার পরেও এমনই মত প্রকাশ করলেন রাজ্যসভা থেকে সদ্য পদত্যাগ করা সাংসদ জহর সরকার। বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদী কনভেনশনে উপস্থিত হয়ে জহর ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র তথ্যের উল্লেখ করে এ কথা জানান।তিনি বলেন, ‘সেই জায়গাতেই এমন ঘটনা (আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন) ঘটল কী করে? সারা দেশে মেয়েদের উপরে যে অত্যাচার-নির্যাতন হয়, বাংলা থেকেই তা নির্মূল করার ডাক দিতে হবে।’ তবে তিনি মনে করেন, কোনও রাজনৈতিক দল নয়, বরং চাপ বাড়াতে হবে সচেতন নাগরিকদেরই।

    পদত্যাগের পর এই প্রথম কোনও সভায় বক্তৃতা দেন জহর। এ দিন কখনও নাম করে, কখনও নাম না করে, একাধিক ইস্যুতে জোড়াফুল শিবিরকে বেঁধেন তিনি। ছাড় দেননি নরেন্দ্র মোদী ও বিজেপি-কেও। জহরের কথায়, ‘১৪ অগস্ট রাতে (রাত দখল) গোটা বাংলা এবং দেশে যে অভূতপূর্ব ছবি দেখেছি, তা আগে দেখিনি। আরজি করের ঘটনায় বিচার চেয়ে মানুষ রাস্তায় বেরিয়েছেন ঠিকই, কিন্তু এর নেপথ্যে আছে চাপা ক্ষোভও।’

    আরজি করের ঘটনায় বিচার চেয়ে এ দিন ডিরোজ়িও হলে ওই কনভেনশনের ডাক দেন প্রেসিডেন্সির পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তনীরা। তাতে যোগ দেন নানা পেশা, নানা মতের মানুষ। সেখানে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপি-কে ঠেকানোর জন্য অনেকেই লেসার ইভিল তত্ত্ব সামনে এনেছিলেন। আমিও তার বাইরে ছিলাম না। কিন্তু তার মানে এই নয় যে, আমাদের টেকন ফর গ্রান্টেড ধরবে এ রাজ্যের শাসকদল।’

    যদিও তৃণমূল এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্সির অনুষ্ঠানে হাজির ছিলেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি-সহ আরও বহু পেশার মানুষ। অনুষ্ঠানে পঙ্কজ দত্ত বলেন, ‘আরজি করের মতো ঘটনা ঘটল কী করে? তাও যদি এটা সোনাগাছিতে হতো...!’

    এর তীব্র বিরোধিতা করে সৃজিত বলেন, ‘আমি এই মতামতের তীব্র বিরোধী। মাথায় রাখবেন নাসা, আরজি কর, সোনাগাছি — সবই কর্মক্ষেত্র। আর সব কর্মক্ষেত্রেই মেয়েদের সমান নিরাপত্তা চাই।’ এ দিন মঞ্চেই ছবি এঁকে প্রতিবাদে সামিল হন শিল্পী সনাতন দিন্দা। সন্ধ্যায় মানববন্ধনও করেন প্রেসিডেন্সির কনভেনশনে উপস্থিত প্রতিবাদীরা।
  • Link to this news (এই সময়)