৫ টাকা নিয়ে গোলমালের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, বসিরহাট: মাত্র ৫ টাকা নিয়ে গণ্ডগোলের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। মৃতের নাম বিশ্বজিৎ মুন্ডা (২৯)। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার কুলতলা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, খালের জলে তাঁর দেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎবাবু গত পরশুদিন কলকাতায় যান। কলকাতা থেকে ট্রেনে ফেরার সময় মালতীপুর স্টেশনে নামেন। স্টেশন সংলগ্ন সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নেওয়ার সময় গ্যারেজ ভাড়া নিয়ে দেখা দেয় গোলমাল। মাত্র পাঁচ টাকা নিয়ে গ্যারেজ মালিকের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় গ্যারেজ মালিক, তাঁর ছেলে এবং আরও এক ব্যক্তি মিলে বাঁশ দিয়ে পিটিয়ে বিশ্বজিৎবাবুকে মেরে পাশের খালের জলে ফেলে দেয় ।
জানা গিয়েছে, মারধর করার সময় বিশ্বজিৎবাবু তাঁর বাড়িতে ফোন করেছিলেন। জানিয়েছিলেন তাঁকে ব্যাপক মারধর করা হচ্ছে। সেই খবর পেয়েই তাঁর পরিবারের লোকজন মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় তাঁকে খুঁজতে যায়। কিন্তু কোনও খোঁজ না পেয়ে শেষে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে মাটিয়া থানার পুলিস বিশ্বজিৎবাবুকে খোঁজা শুরু করেন। শেষে গতকাল অর্থাৎ বুধবার রাতে মালতিপুর স্টেশন সংলগ্ন একটি খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।