• হাওড়ার মালিপাঁচঘরা থানার ফুলতলা ঘাটে গোডাউনের ছাদ ভেঙে মৃত ৪ শ্রমিক
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। সাত সকালেই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘরা থানার ফুলতলা ঘাটে। সেখানকার একটি গোডাউনের ছাদ ভেঙে পড়ায় চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই ওই কারখানার ছাদ ভেঙে পড়ে। সেই সময়ে মেঝেতে ঘুমাচ্ছিলেন ৯জন শ্রমিক। ছাদ ভেঙে পড়ার সময়ে ঘুম ভেঙে যায় পাঁচজন শ্রমিকের। মুহূর্তে তাঁরা গোডাউনের বাইরে বেরিয়ে যান। তাই তাঁদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু বাকি চারজনকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসস্তূপ থেকে দুই শ্রমিককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, চিকিৎসা চলাকালীনই তাঁদের মৃত্যু হয়। বাকি দুই শ্রমিককে মৃত অবস্থায় ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। মৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেছে পুলিস। তাঁরা হলেন- মুকেশ রাম (৩৩) , ভোলা যাদব (৫০), পিন্টু শাহ (৩৫), রাজু মণ্ডল (৩২)।
  • Link to this news (বর্তমান)