ডিভিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায় বন্যা পরিস্থিতির অবনতি
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিভিসির ছাড়া জলে হাওড়ার আমতা ২ নং ব্লকের বন্যা পরিস্থিতির আরও অবনতি। জলস্তর আরও বৃদ্ধি পাওয়ায় চরম সমস্যায় দ্বীপাঞ্চলের ৩৫ হাজার বাসিন্দা। অন্যদিকে হুগলির চব্বিশপুরের বলাইচক গ্রামে বাঁধ ভেঙে যাওয়ায় আরও ৪টি গ্রাম পঞ্চায়েত নতুন করে প্লাবিত হয়েছে। এই বিষয়ে আমতার বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, ‘দ্বীপাঞ্চলের তিনটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও নতুন করে ঝিকিরা, ঝামটিয়া, অমরাগড়ি, কাশমলী গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। এছাড়াও থলিয়া ও বিনোলাকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতও প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে। রাস্তার উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় আমতা-ডিহিভুরশুট রুটে যান চলাচল বন্ধ রয়েছে। যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে আমতা-ঝিকিরা রুটেও কিছুক্ষণ পর যান চলাচল বন্ধ হয়ে যাবে। প্রশাসন সবদিকে নজর রাখছে।’ আমতার মতোই বন্যা পরিস্থিতির অবনতি হাওড়ার উদয়নারায়ণপুরেও। হাওড়া-হুগলির সীমানায় থাকা খানাকুলের বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত ১০ টি গ্রাম পঞ্চায়েতের মোট ১১২ টি গ্রাম পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। আমতা-উদয়নারায়ণপুর রাস্তার উপর প্রায় এক গলা পর্যন্ত জল। এই বিষয়ে বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, ‘বন্যার জলে উদয়নারায়ণপুরের অবস্থা ভয়াবহ। জেলা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারের বন্যা পরিস্থিতি ১৯৭৮ সালের ভয়াবহতাকে মনে করিয়ে দিচ্ছে। বিগত কয়েকবছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমতার সেহাগড়ি মোড় থেকে পুরশুড়া পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা পুরোপুরি জলের তলায়।’