ডিভিসি'র ছাড়া জলে আমতা ২ নং ব্লকের দীপাঞ্চল ভাটোরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। পাশাপাশি মঙ্গলবার রাত থেকে দামোদরের বাঁধ উপচে প্লাবিত হল উদয়নারায়ণপুর। সোমবার রাত থেকে মুণ্ডেশ্বরীর জলে প্লাবিত হয়েছিল দীপাঞ্চল ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকা। আর বুধবার সেই জল আরও বৃদ্ধি পেয়ে ভাটোরার পরিস্থিতির আরও অবনতি হল। বুধবার সকাল থেকেই দ্বীপাঞ্চলের কোথাও এক কোমর আবার কোথাও গলা জল। আর সেই জল ঠেলেই প্রয়োজনে মানুষকে বাইরে বের হতে হয়েছে। অন্য দিকে বেশ কয়েকটি জায়গায় নিজেদের উদ্যোগে নৌকা ও নামান এলাকার মানুষ।
অপর দিকে মুণ্ডেশ্বরী নদীতে জলের স্রোত বৃদ্ধি পাওয়ায় নদীতে নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে দ্বীপাঞ্চল ছাড়াও ঝিকিরা ঝামটিয়ার কিছু জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি জানান, ইতিমধ্যে ৯টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ১০০০ মানুষকে সরিযে নিয়ে যাওয়া হয়েছে। বিধায়ক জানান নদীতে জলের স্রোত বেশি থাকায় লঞ্চ আনা হলেও সেটাকে চালানো যাচ্ছে না। তিনি জানান দীপাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা আছে। এছাড়াও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিতরণ করছেন। সুকান্ত পাল জানান, দ্বীপাঞ্চলের বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে বিশেষ ক্যাম্প খোলা হয়েছে। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখনও পর্যন্ত বন্যায় আমতা ২ নং ব্লকের ২৩৮০ হেক্টর জমির আমন ধান ও ২০০ হেক্টর জমির সবজি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান বিধায়ক সুকান্ত পাল। এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী পুলক রায়। রাজ্যের এমএসএমই (M.S.M.E) মুখ্য সচিব রাজেশ পান্ডে, হাওড়া ডিএম পি দীপাপ্রিয়া ও হাওড়া গ্রামীণ এসপি সোয়াতি ভাঙ্গালিয়া-সহ আধিকারিকরা।