• দেড় লাখ টাকা দিয়ে কিনেছিলেন জাল নিয়োগপত্র, চাকরিতে যোগদান করতে গিয়েই…
    হিন্দুস্তান টাইমস | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিয়োগ দুর্নীতিতে আদালতে খাঁড়ার তলায় রয়েছে হাজার হাজার চাকরি। দুর্নীতিগ্রস্তদের জন্য যোগ্যরাও চাকরিচ্যূত হওয়ার আশঙ্কায় ভুগছেন। কিন্তু তাতে কী? ভুয়ো চাকরি বিক্রি বন্ধ নেই রাজ্যে। তারই একটা প্রমাণ পাওয়া গেল উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে। সেখানে জাল অ্যাপন্টমেন্ট লেটার হাতে কাজে যোগদান করতে এসে গ্রেফতার হলেন এক যুবকসহ ২ জন।


    পড়তে থাকুন - সিপি পদ খুইয়ে বিপাকে বিনীত গোয়েল, মামলা খারিজ করতে অস্বীকার করল হাইকোর্ট

    জানা গিয়েছে ধৃত যুবকের নাম মুস্তাক আলি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সে। একটি নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ ডি কর্মীর পদে যোগদান করতে আসেন তিনি। কিন্তু নিয়োগপত্র দেখে সন্দেহ হয় হাসপাতালের আধিকারিকদের। তাছাড়া স্বাস্থ্য দফতরের পোর্টালে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনও হদিশ নেই। এর পর মুস্তাক ও তাঁর আত্মীয় ইমরানকে বসিয়ে রেখে থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ আধিকারিকরা এসে ধৃতদের জেরা করতে শুরু করলে তাঁরা জানান, দেড় লক্ষ টাকা দিয়ে নিয়োগপত্রটি কিনেছিলেন মুস্তাক।

    ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। ধৃত যুবক কার কাছ থেকে এই নিয়োগপত্র বানালো তা জানার চেষ্টা চলছে। ঘটনায় হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


    উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন, এক যুবক জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগদান করতে এসেছিলেন। নিয়োগপত্রটি দেখে আমাদের সন্দেহ হয়। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।

    বলে রাখি, এবারই প্রথম নয়, ২০২৩ সালের মার্চ মাসে একই রকম জাল নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে গ্রুপ ডি পদে যোগদানের চেষ্টা হয়েছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)