গতকাল, বুধবার নবান্নে সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন মুখ্যসচিব রাজেশ পন্থ। সূত্রের খবর, বৈঠকে রাজ্য়ের সমস্ত মেডিক্যাল কলেজে চিকিত্সকদের রেস্টরুম ও নিরাপত্তার দাবিতে সরব হন চিকিত্সকরা। অধিকাংশই দাবি মেনে নেয় সরকার, তবে কিছুটা সময় চান মুখ্যসচিব। মহিলা চিকিত্সকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। পাল্টা সার্কুলার জারি দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা।
এর আগে, সোমবার আন্দোলনকারীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা, এমনকী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও সরানোর দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আমরা ওদের বোঝালাম, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া হয়, তাহলে প্রশাসন চলবে কী করে'।
এদিকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে পরেও কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। নিজেদের দাবিদাওয়া জানিয়ে ফের নবান্নে মেইল করেছেন তাঁরা। কবে? আজ, বৃহস্পতিবার।