সংবাদদাতা, বারুইপুর: কলেজের পঠন-পাঠনের মান আরও বৃদ্ধি করতে হবে। তখন ছাত্রছাত্রীরাই এগিয়ে নিয়ে যাবে তাঁদের কলেজকে। এই পরামর্শ দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বারুইপুর কলেজের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে নতুন প্রবেশদ্বার, মুক্ত মঞ্চ ভবন, ক্যান্টিনের উদ্বোধন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। ছিলেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, কলেজের অধ্যক্ষ চঞ্চল মণ্ডল প্রমুখ।