নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ‘জাস্টিস’-এর দাবিতে সরব আইনের ছাত্ররা। আইন পাশ করলেও রেজিস্ট্রেশন দিচ্ছে না রাজ্য বার কাউন্সিল। এই অভিযোগে বৃহস্পতিবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ সদস্যদের ঘেরাও করলেন শহরের বেশ কয়েকটি কলেজের স্নাতকরা। তাঁদের অভিযোগ, রেজিস্ট্রেশন না মেলার কারণে যেমন পেশায় নামতে পারছেন না, তেমনই তাদের সিনিয়রিটি পিছিয়ে যাচ্ছে। বার কাউন্সিল রেজিস্ট্রেশন বন্ধ করে রাখার সঙ্গে বেশি টাকার দাবি করছে বলেও অভিযোগ তাঁদের। এদিন বিকেল পর্যন্ত তাঁরা চেয়ারম্যান অশোক দেব ও আনসার মণ্ডল সহ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ দেখান।
রাজ্য বার কাউন্সিলের অবশ্য দাবি, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে বার কাউন্সিল অব ইন্ডিয়াকে কিছু তথ্য জানাতে হবে। তাই আপাতত রাজ্যে বার কাউন্সিলে নতুন এনরোলমেন্ট বন্ধ রাখা হয়েছে। তবে আইন পাশ করা ছাত্রদের পাল্টা দাবি, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বার কাউন্সিল রেজিস্ট্রেশন চালু রেখেছে। আর এখানেই যত সমস্যা।