• বানের জলে ভাসল কালীঘাট, জলমগ্ন মুখ্যমন্ত্রীর পাড়াও
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গায় বান এলে এমনিতেই মাঝেমধ্যে ভাসে কালীঘাট এলাকা। এখন গঙ্গায় জলস্তর অনেকটাই বেশি। তার উপর ষাঁড়াষাঁড়ির বান আসায় জলমগ্ন হয়ে পড়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া সহ আশপাশের এলাকা। বৃহস্পতিবার সেই ছবি ধরা পড়েছে। স্থানীয়দের দাবি, গত দু’-তিন ধরেই কালীঘাটের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে।


    এমনিতেই বানের জল ওঠে কালীঘাটের একাধিক অঞ্চলে। কালী টেম্পেল রোড, কালীঘাট রোড, কালী লেন, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, হিউম রোড, ভগবতী লেন, নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেন, মহিম হালদার স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকা জলে ভাসে। গত কয়েকদিনে গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ার কারণে অন্যান্য সময়ের তুলনায় বেশি জল ঢুকে পড়েছে। সেই জল বিভিন্ন বাড়িতেও ঢুকেছে বলে জানা গিয়েছে। দুর্ভোগে পড়েন স্থানীয়রা। পাম্প করে সেই জল বের করার চেষ্টা চালায় কলকাতা পুরসভা।
  • Link to this news (বর্তমান)