• মৌসুনি দ্বীপে আগুন, পুড়ল কটেজ
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানার মৌসুনি দ্বীপে পর্যটন কেন্দ্রের একটি কটেজে আগুন লেগে ছাই হয়ে গেল চারটি ঘর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই কটেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু করার আগেই কটেজের ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারাই বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখার দাপট এতটাই ছিল যে, কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। একটি ঘরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল। একটি গ্যাস সিলিন্ডার কোনও রকমে বের করে নেওয়া হয়েছিল। কিন্তু বাকি দুটি গ্যাস সিলিন্ডার বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আগুনের তাপে ওই দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। নিমেষের মধ্যেই ওই কটেজের চারটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এবিষয়ে কটেজের এক কর্মী সুরজিৎ দাস বলেন, হঠাৎই কটেজের এক পাশের চারটি ঘরে আগুন লেগে যায়। তবে কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি।
  • Link to this news (বর্তমান)