পঞ্চায়েতের অনুমতি নিয়েই এবার রাস্তা খুঁড়তে হবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : একটি দপ্তরের কাজে ব্যাঘাত ঘটছে অন্য দপ্তরের। রাজ্যের গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি করার পর অনুমতি ছাড়াই জল সরবরাহের পাইপ বসাতে খোঁড়াখুঁড়ি করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। যার জেরে তৈরি হচ্ছে নানা সমস্যা। এমনই অভিযোগ পঞ্চায়েত দপ্তরের। শুধু তাই নয়, অনেক জায়গায় পাইপলাইন বসানোর পরও রাস্তা চলাচল যোগ্য করার কাজ করা হচ্ছে না বলে দাবি করেছে দপ্তর। তাই আগামী দিনে যাতে বিনা অনুমতিতে রাস্তা খোঁড়া না হয়, সেই লক্ষ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের জন্য বিশেষ রূপরেখা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করল দপ্তর। এই এসওপি মেনেই রাস্তা কাটা ও তারপর মেরামতির কাজ করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলাশাসকদের বিষয়টি অবগত করে চিঠি পাঠিয়েছে দপ্তর।
এসওপিতে বলা হয়েছে, পঞ্চায়েত দপ্তর বা জেলা প্রশাসন নানা প্রকল্পের মাধ্যমে অনেক রাস্তা তৈরি করছে। এবার সেখানে পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ির আগে রাস্তা নির্মাণকারী সংস্থার অনুমতি প্রয়োজন। অন্তত দু’সপ্তাহ আগে বিষয়টি জানাতে হবে রাস্তা নির্মাণকারী সংস্থাকে। এরপর দু’তরফ থেকেই সংশ্লিষ্ট রাস্তায় পরিদর্শন করা হবে। কীভাবে গোটা কাজ হবে তা নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হবে। পাইপলাইন বসিয়ে যাতে দ্রুত সেই রাস্তা চলাচলযোগ্য করা যায় সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকেই। স্থায়ী এবং অস্থায়ীভাবে মেরামতির কাজ করার জন্য সময় বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর।