• পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫
    হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • কয়েক মাস বাপের বাড়ি থাকায় পরকীয়ার অভিযোগ তুলে এক মহিলার ওপর বর্বর নির্যাতন করার অভিযোগ উঠল স্থানীয় একদল মহিলার বিরুদ্ধে। ঘটনা কোচবিহারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধা। গলায় জুতোর মালা পরিয়ে ভরা বাজারে ঘোরানো হয় মহিলাকে। এর পর অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন মহিলা। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় ৫ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


    পড়তে থাকুন - ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর

    চ্যাংড়াবান্ধার বড়কামাত বাজারে বাড়ি নির্যাতিতার। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, পারিবারিক কারণে তাঁর স্ত্রী মাস ছয়েক বাপের বাড়ি ছিলেন। সম্প্রতি বাপের বাড়ি থেকে ফেরেন তিনি। এর পরই এলাকার একদল মহিলা স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানোর অভিযোগ তুলতে থাকেন স্থানীয় কয়েকজন মহিলা। বৃহস্পতিবার দুপুরে গ্রামের কয়েকজন মহিলা বাড়ি থেকে কার্যত জোর করে স্ত্রীকে বার করে নিয়ে যান। এর পর তাঁর গলায় জুতোর মালা পরিয়ে গোটা বাজারে ঘোরায় তারা। কয়েক ঘণ্টা পরে তারা আবার স্ত্রীকে বাড়িতে ফেরত দিয়ে যায়। তাঁর মুখ থেকেই গোটা ঘটনার কথা জানতে পারি। এর পর অপমানে আমার স্ত্রী কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।

    নির্যাতিতার স্বামী জানিয়েছেন, এর পর আমি পুলিশে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিই। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত ৫ মহিলাকে গ্রেফতার করেন তাঁরা।


    নির্যাতিতার স্বামীর বক্তব্য, আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন বলে আমি কখনও কাউকে অভিযোগ করিনি। তাহলে গ্রামবাসীদের এই নিয়ে এত ভাবনা কেন? আমার স্ত্রী কতদিন বাপের বাড়িতে থাকবেন সেটা গ্রামবাসী ঠিক করে দেবে না কি?
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)