• ‘রাজনৈতিক যোগ না থাকলে এত টাকা কোথা থেকে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা?’
    হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ফের একবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রশ্নের মুখে দাঁড় করালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার বর্ধমানে এক অনুষ্ঠানের পর তিনি প্রশ্ন করেন, জুনিয়র ডাক্তাররা এত টাকা কোথা থেকে পাচ্ছেন। তবে চিকিৎসকদের প্রতি তাঁর মনে অগাধ শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।


    পড়তে থাকুন - ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর

    এদিন সিদ্দিকুল্লাহ বলেন, ‘আদালতের ওপর, প্রধান বিচারপতির ওপর ভরসা নেই। ভরসাটা করবেন কার ওপর? রাজ্যে ঘুরে দেখুন, জনমতটা কোথায়? বিপথে চালনা করছে টিভি চ্যানেল। প্রায় ১০ হাজার অপারেশনের কেস আটকে আছে। রোগীরা চিকিৎসা পায়নি। মরণের সঙ্গে পাঞ্জা কষছে। ১০ লক্ষ রোগী ফিরে গেছে। এগুলো কি স্বাস্থ্যকর বিষয়? একজন ডাক্তারের কাছে এগুলো কি আশা রাখি? ডাক্তাররা শ্রদ্ধার পাত্র। আমরা তাঁদের ভালোবাসি। তাদের কথায় অর্ধেক রোগ ভালো হয়ে যায়। মিডিয়া এগুলো দেখাবে না। মিডিয়া দেখাবে ঝগড়ার কথা। অনুরোধ করছি তারা কর্মবিরতি তুলে নিক।’

    তাঁর প্রশ্ন, ‘জুনিয়র ডাক্তাররা তো কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাহলে তাঁরা এত টাকা কোথা থেকে পাচ্ছেন?’

    তিনি বলেন, ‘জনগণ অত্যন্ত ধৈর্য ধরে আছে। মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব। একটা জিনিসের সীমা আছে। মিডিয়া দেখাচ্ছে বলে তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে। মিডিয়া তাদের দেখানো বন্ধ করে দিক। তো দেখবেন গেরো আলগা হয়ে গেছে।’


    এর আগেও জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করেছেন সিদ্দিকুল্লাহ। তিনি বলেন, ‘ভণ্ডামি করছেন, বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের পেছনে কোনও রাজনৈতিক শক্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয়। পদোন্নতির সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিশ্বাস হয়? যাঁরা করছেন, দ্বিচারিতা করছেন, অন্যায় করছেন। বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)