ভিনরাজ্যের ব্যবসায়ীকে অপহরণে গ্রেপ্তার TMC কাউন্সিলর, দল থেকেও বহিষ্কৃত
প্রতিদিন | ২০ সেপ্টেম্বর ২০২৪
অর্ণব দাস, বারাসত: ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার তৃণমূল কাউন্সিলর। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বারাসতের অভিযুক্ত কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল। দলবিরোধী কাজে যুক্ত থাকায় বহিষ্কার বলে দাবি রাজ্যের শাসকদলের।
বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোদপুরের এক আবাসনে পরিচিতের বাড়িতে এসেছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। অভিযোগ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওই আবাসনের নিচে পার্কিং এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজন তাঁকে জোর করে গাড়িতে তোলে। অপহরণ করার পর ওই ব্যবসায়ীকে প্রথমে বারাসতের একটি বাগানবাড়িতে রাখা হয়। তার পর একটি আবাসনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে সিআইডি বারাসতের ওই আবাসনে হানা দিয়ে ত্রিপুরার ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সাতজনকে। তদন্তে চালিয়ে গোয়েন্দারা জানতে পারেন এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বারাসত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণের পরিকল্পনা করা থেকে বারাসতে ব্যবসায়ীকে রাখা, সবটার সঙ্গেই যুক্ত ছিল এই তৃণমূল নেতা। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শেষে বৃহস্পতিবার বারাসতের বাড়িতে আসার খবর পেয়ে রাতে সিআইডি মিলনকে গ্রেপ্তার করে। এই খবর জানা মাত্রই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। এনিয়ে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ডাঃ কাকলি ঘোষ দস্তিদার জানান, “দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। দল কোনওভাবেই এই ধরনের কাজ বরদাস্ত করে না।”