নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, শুক্রে ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৪
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তবে গত ৭২ ঘণ্টা বৃষ্টিপাত হয়নি জেলাগুলিতে। যদিও নতুন করে উত্তর আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। তার জেরে ২৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত
উত্তর আন্দামান সাগরে নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ২১ সেপ্টেম্বর আরও জলীয় বাষ্প সঞ্চয় করে শক্তি বাড়িয়ে ওই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর সেটির নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বর তা সুস্পষ্ট নিম্নচাপের আকার নেবে। সেক্ষেত্রে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নতুন করে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। শনিবার পর্যন্ত শহরে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শুক্রবার দক্ষিণবঙ্গে ৬ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা তুলনামূলক ভাবে কম থাকবে। আপেক্ষিক আর্দ্রতার জন্য বাড়বে অস্বস্তি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
শুক্রবার উত্তরবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।