• ময়নাগুড়িতে নাবালিকাকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঘটনাটি ঘটেছে। পুলিস ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।


    পুলিস সূত্রে খবর, নাবালিকাটির বাড়ি ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। গতকাল সন্ধ্যায় সে কিছু কারণে বাড়ির বাইরে বেরিয়েছিল। কিন্তু তারপর থেকে তার কোনও হদিশ পাওয়া যায়নি। অনেকক্ষণ অপেক্ষার পরেও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজনেদের সন্দেহ হয়। এরপরই তাঁরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিস। শুরু হয় তল্লাশি অভিযান। তদন্তে নেমে তাঁরা স্থানীয় এক যুবকের কথা জানতে পারে। তাঁর নাম বিশ্বজিৎ দাস। দক্ষিণ খাগড়াবাড়ি  এলাকাতেই তার বাড়ি। জানা গিয়েছে, রাতেই তার বাড়িতে তল্লাশি শুরু করেন পুলিস আধিকারিকরা।


    পুলিস সূত্রে খবর, বিশ্বজিতের বাড়ির একটি ঘর থেকে উদ্ধার করা হয় নাবালিকাটিকে। এরপরই বিশ্বজিকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু কী কারণে নাবালিকাকে অপহরণ করা হল, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে অন্য কোনও অসাধু চক্র কাজ করছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিস আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)