স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নবম শ্রেণির ছাত্র প্রীতম বিশ্বাস। প্রাইভেট পড়ে সে আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় নাকাশিপাড়া থানায় মৌখিকভাবে মিসিং-এর অভিযোগ জানায় পরিবার প্রথমে। আজ সকালে নাকাশিপাড়া থানার দোপপাড়ার একটি স্কুলের মাঠের মধ্যে তার দেহ দেখতে পান স্থানীয় লোকজন।
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিস। পুলিস পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, মৃত ছাত্রের মোবাইল ফোনে গেম খেলার প্রচন্ড নেশা ছিল। সম্ভবত মোবাইল সংক্রান্ত কোনও কারণেই এই খুন বলে মনে করছে পরিবার। মৃত ছাত্রের সঙ্গে থাকা মোবাইল ফোনটিরও কোনও হদিশ পাওয়া যায়নি এখনও।
পরিবার মনে করছে, এটা পরিকল্পনা মাফিক খুন। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিস। ঘটনায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত ছাত্রের বন্ধুবান্ধবদের।