• মহিলাদের কটূক্তি, ইউনিফর্ম পরা মত্ত পুলিসকর্মী কে? 'কড়া' পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের!
    ২৪ ঘন্টা | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ভবানন্দ সিং: ইউনিফর্ম পরে মত্ত পুলিস! মদ্যপ অবস্থায় রাস্তায় পথচলতি মহিলাদের কটূক্তিও। সেই ঘটনায় ওই মদ্যপ পুলিসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিল রায়গঞ্জ পুলিস। তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ওই পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলেও জানিয়েছেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিস সুপার। 

    জানা গিয়েছে, অভিযুক্ত ওই পুলিসকর্মীর নাম পার্থ প্রতিম গুহ। তিনি রায়গঞ্জ পুলিস জেলায় এএসআই পদে কর্মরত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর মত্ত অবস্থার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি পদক্ষেপ নেন উচ্চ পদস্থ পুলিস কর্তারা। বুধবার রাতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে ইউনিফর্ম পরেই মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন ওই পুলিস আধিকারিক।

    অভিযোগ, রাস্তায় মহিলাদের কটূক্তিও করেন ওই মদ্যপ পুলিসকর্মী। ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় ওই পুলিসকর্মীকে দেখা মাত্রই তা ক্যামেরাবন্দি করেন নেটিজনেরা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভাইরাল হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই এই ভিডিয়ো সামনে আসার পর পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

    সরব হয় গেরুয়া শিবির। আরজি কর-কাণ্ড নিয়ে যখন বার বার পুলিসের ভূমিকা প্রশ্নের মুখে, তখন একজন পুলিসকর্মী কীভাবে ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় ঘুরছেন? শাসক দলকে বিঁধে কঠোর সমালোচনা করে বিজেপি শিবির। ওদিকে জেলা তৃণমূলের তরফে জানানো হয়, পুলিস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলেই নিশ্চিত।

  • Link to this news (২৪ ঘন্টা)