সন্দীপের নার্কো পরীক্ষা চায় CBI, ওসি টালার পলিগ্রাফ টেস্টেরও আবেদন
এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৪
আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করাতে চায় CBI। শুক্রবার শিয়ালদহ আদালতে CBI-এর আইনজীবীরা এমনটাই আবেদন জানিয়েছেন। অন্যদিকে, একই মামলায় গ্রেপ্তার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করে এখনও কিছু ধোঁয়াশা থাকায় তাঁরও পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছে CBI। শুক্রবার শিয়ালদহ আদালতে সেই আবেদনও জানানো হয়েছে। শুনানি শেষে যদিও এখনও অবধি (এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি) এ বিষয়ে কোনও রায় দেননি বিচারক। ২৫ তারিখ পর্যন্ত দুজনকেই সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।আরজি করের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার ৩৫ দিন পরে একসঙ্গে দু’জনকেই গ্রেপ্তার করে সিবিআই। সন্দীপকে আগেই দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেপ্তার করায় তিনি জেল হেফাজতে ছিলেন। ১৪ তারিখ তাঁকে শ্যোন্ অ্যারেস্ট দেখানো হয়। অন্যদিকে, ওসিকে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে সেদিনই গ্রেপ্তার করেন গোয়েন্দারা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, টালা থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে ক্রাইম সিনে প্রমাণ লোপাটের চেষ্টা এবং দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে জড়িয়েছে সন্দীপের নামও। জেরার সময় দু’জনের বক্তব্যেই অসংগতি মিলেছে।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার চারদিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। তার আগেই কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। কিন্তু শুরু থেকেই কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে।
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের আগেই পলিগ্রাফ পরীক্ষা করানো হয়। সিবিআইয়ের একটি সূত্রে খবর, রিপোর্টে তাঁর কিছু কিছু বয়ান ‘অসংগতিপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। সে কারণে, তাঁর কিছু বক্তব্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারের নার্কো পরীক্ষা করাতে চেয়েছিল সিবিআই। যদিও, সঞ্জয় তাতে আপত্তি করায় আদালত সেই অনুমতি দেয়নি।