• পাঁশকুড়ায় অবরোধ, কলকাতা-মুম্বই ১৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৪
  • জলমগ্ল এলাকায় ত্রাণ, উদ্ধার কাজ নিয়ে প্রবল ক্ষোভ। পাঁশকুড়া মঙ্গলদ্বারী এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। দুর্গতদের অভিযোগ, জমা জলের কারণে তাঁরা ঠিকমতো খাবার পাচ্ছেন না। উদ্ধার কাজও হচ্ছে না ঠিকভাবে। একদিকে জাতীয় সড়কের ওপর দিয়ে জল বইছে, অন্যদিকে স্থানীয়দের অবরোধ,এই দুইয়ের জেরে ব্যাহত যানচলাচল।পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বড় বাহিনী। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলদ্বারী এলাকা পরিদর্শনে যান। তিনি জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন, এলাকায় ত্রাণের সমস্যা যাতে কোনও অভাব না হয় তা নিশ্চিত করতে।

    এই নির্দেশের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই প্রয়োজনীয় ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্বাভাবকিভাবেই খড়গপুর-ঘাটাল-মেদিনীপুর হয়ে সড়কপথে মানুষজনকে যাতায়াত করতে গিয়ে প্রবল সমস্যায় পড়তে হয়।

    পাঁশকুড়া পুরসভা এলাকায় বিস্তীর্ণ অংশ এখনও জলের তলায়। মানুষজন অনেকেই গৃহবন্দি। একতলা বাড়ির মানুষজন ত্রিপল টাঙিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে যেতে রাজি হননি। তাই বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা বাহিনী এলাকায় গিয়ে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও অনেককে বাড়ি থেকে বার করতে পারেনি।

    প্রশাসনের দাবি, সব রকম চেষ্টা করা হচ্ছে। ত্রাণ সামগ্রী সব জায়গায় পৌঁছনোর চেষ্টা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, অনেকে বাড়ি ছেড়ে এসেও ঠিকমতো আশ্রয় পাননি। খাওয়া-দাওয়াও পর্যাপ্তভাবে এলাকায় বিলি হয়নি। খাবার তো বটেই, পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগেও সরব হয়েছেন স্থানীয়দের একাংশ।

    জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, পাঁশকুড়া পুরসভা-সহ অন্যান্য জায়গা থেকে ত্রাণ বিলি করা হচ্ছে। একটু সমস্যা কোথাও হয়ে থাকতে পারে। বিষয়টি যাতে সুষ্ঠু ভাবে হয় সেদিকে নজর রয়েছে। পাঁশকুড়া পুরসভা থেকে ত্রাণ বিলির সময় হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেত হয় পুরসভার কর্মীদের।
  • Link to this news (এই সময়)