‘জাতীয় সড়ক চালু না করলে অমিত শাহজিকে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনী নামাতে বলব’
হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৪
ডিভিসির ছাড়া জলে রাজ্যের ৭ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সীমানা সিল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকে বেআইনি বলে দাবি করে অবিলম্বে আধাসেনা মোতায়েনের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি বলেন, বেলা ২টোর মধ্যে যান চলাচল শুরু না হলে অমিত শাহজিকে চিঠি লিখব।
শুভেন্দুবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী কালকে নির্দেশ দেওয়ার পরে চিঁচিড়াতে ঝাড়গ্রাম – ঝাড়খণ্ড সীমানা অলিখিতভাবে নির্দেশ দিয়ে সিল করা হয়েছে। সেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার। লিখিত নির্দেশ দেওয়ার অধিকার মুখ্যসচিবের নেই। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা নাগপুর, নাসিক, ছত্তিসগড় হয়ে বাংলায় ঢুকছে। আমি মহামান্য রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে আধাসেনা নামাতে বলব। জাতীয় সড়ক অবরোধ করতে পারেন না। আমি ২টো পর্যন্ত দেখব। ২টোর পরে আমি নিতীন গড়কড়ি, অমিত শাহজি ও রাজ্যপালকে লিখব, অবিলম্বে ওখানে ব্যবস্থা নেওয়া হোক।’
বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডিভিসির জলধারণ ক্ষমতা এখন মাত্র ৩৬ শতাংশে পৌঁছেছে। কেন কেন্দ্রীয় সরকার ও ডিভিসি ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমি জানতে চাই। আমরা কৈফিয়ত চাই। বাংলা জ্বলছে আর ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। আমি শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। ডিভিসির সঙ্গে আমরা আর কোনও সম্পর্ক রাখব কি না আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেব।' এর পরই ঝাডখণ্ড সীমানা সিল করার নির্দেশ দেন মমতা। নির্দেশ পেয়েই ময়দানে নামে পুলিশ। জাতীয় সড়কে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ট্রাকচালক।