গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট
হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৪
কয়লাপাচারকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের রক্ষাকবচ প্রত্যাহারের দাবিতে ইডির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, দিল্লিতে নয়, কলকাতাতেই জেরা করতে হবে মলয়বাবুকে। শুক্রবার ইডির আবেদন খারিজ করে এই নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। পড়তে থাকুন - ‘স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর
গত মাসে এক নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তৃণমূল সাংসদকে আপাতত দিল্লিতে ডেকে জেরা করতে পারবে না ইডি। একই ভাবে মলয় ঘটকেরও রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রয়োজনকে মলয় ঘটককে কলকাতায় জেরা করতে পারবে ইডি।
এদিন ইডির আইনজীবী বলেন, দিল্লি হাইকোর্টের রক্ষাকবচের ফলে মলয় ঘটক বাড়তি সুবিধা পাচ্ছেন। তাঁকে দিল্লিতে ডেকে জেরা করা প্রয়োজন। কলকাতায় তলব করা হলে আধিকারিকদের ওপর চাপ তৈরি হতে পারে।
পালটা মলয় ঘটকের আইনজীবী বলেন, ইডি হয়রান করার জন্য তাঁকে বারবার তলব করছে। তাছাড়া দিল্লিতে হাজিরা দিলে তাঁকে শারীরিক ও মানসিক হেনস্থা করতে পারে ইডি। দুপক্ষের সওয়াল শুনে প্রধান বিচারপতি বলেন, ১৮১ দিন পর মলয়বাবুকে দিল্লিতে তলব করার কথা আপনাদের মনে পড়ল কেন? এতদিন কী করছিলেন?
এর আগে দিল্লিতে হাজিরা থেকে বাঁচতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয় ঘটক। হাইকোর্ট জানিয়েছিল, মলয় ঘটককে দিল্লি তলব করার দরকার নেই। তাঁকে কলকাতায় জেরা করতে পারবে ইডি। জেরার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে তাঁকে নোটিশ দিতে হবে। এছাড়া তদন্তকারী ইডি আধিকারিকদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।