ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত CBI
হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৪
ভোট পরবর্তী হিংসা মামলাগুলির বিচারপ্রক্রিয়া পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি অগাস্টিন জর্জ বলেন, যে ভাবে একটা গোটা রাজ্যে বিচারব্যবস্থা পক্ষপাতিত্ব করছে বলে সিবিআই দাবি করছে তা অবমাননাকর। সিবিআইয়ের এই মনোভাবকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে আদালত। তবে মামলাটি খারিজ করেননি বিচারপতি।
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি অন্য রাজ্যে সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। তাদের দাবি, পশ্চিমবঙ্গে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এদিনের শুনানিতে বিচারপতি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুকে প্রশ্ন করেন, ‘আপনারা কীসের ভিত্তিতে এই দাবি করছেন? আপনারা কি বলতে চাইছেন পশ্চিমবঙ্গের সমস্ত আদালতই পক্ষপাতদুষ্ট? পশ্চিমবঙ্গের কোনও আদালত থেকে কি বেআইনিভাবে কোনও জামিন মঞ্জুর করা হয়েছে?’ বিচারপতি বলেন, কোনও একটি রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদের সিবিআইয়ের অপছন্দ হতেই পারে। তাই বলে গোটা বিচারব্যবস্থা প্রভাবিত এটা বলা যায় না। বিচারব্যবস্থার প্রতি এই মনোভাব অবমাননাকর ও দুর্ভাগ্যজনক। আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য থেকে মামলা স্থানান্তরের আবেদন প্রত্যাহার করে নিয়েছে সিবিআই।
২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ হতাহত হন। সেই ঘটনাগুলির তদন্তভাব সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে বিভিন্ন ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। তাদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মীরাও। কিন্তু সম্প্রতি পর পর মামলায় জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। যার জেরে সিবিআইয়ের তদন্তপ্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে।