নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হাতুড়ি দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের শিশুবাগান এলাকায়। আজ, শুক্রবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে খবর, ১২ বছর আগে তাঁদের প্রেম করে বিয়ে হয়। গৃহবধূর বাপের বাড়ি রানিগঞ্জের বল্লভপুরে। দু’জনে একটি চশমার দোকানে কাজ করতেন। সেখানেই তাঁদের আলাপ, পরে প্রেম করে বিয়ে। এরপর বাড়িতে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত বলে জানা গিয়েছে। আজ তা চরম পর্যায়ে পৌঁছয়। স্বামী গুড্ডু শর্মা তাঁর স্ত্রী শিল্পী শর্মাকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর ঘরেই বসে ছিলেন গুড্ডু। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে রানিগঞ্জ থানার বিশাল পুলিস বাহিনী এসে শিল্পী শর্মার দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে মেলে একটি হাতুড়িও। অভিযুক্ত স্বামী গুড্ডু শর্মাকেও গ্রেপ্তার করেছে পুলিস। শিল্পীদেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।