• মুর্শিদাবাদে দিনে দুপুরে চলল গুলি, জখম রেল কর্মী
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দিনে দুপুরে মুর্শিদাবাদে চলল গুলি। গুলিবিদ্ধ এক রেল কর্মী। মুর্শিদাবাদ থানার কুমোরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকুমার রায় নামের ওই রেল কর্মী নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালায়। গুলি তাঁর গায়ে লাগে। পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প। সেখান থেকে গুলি এসে লেগেছে কিনা তা নিয়েও রীতিমতো চর্চা শুরু হয়েছে। জখম ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অস্ত্রপচার করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় জখম ওই ব্যক্তি বলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। আচমকাই হাতে এসে গুলি লাগল। কে কোথা থেকে গুলি চালাল, কিছুই বুঝতে পারলাম না। অসহ্য যন্ত্রণা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)