• জলপাইগুড়ির একাধিক স্কুলে চালু হয়নি মেধাশ্রী ও শিক্ষাশ্রী স্কলারশিপ, ক্ষুব্ধ জেলাশাসক
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে পাঁচশোরও বেশি স্কুলে এখনও চালু হয়নি মেধাশ্রী ও শিক্ষাশ্রী স্কলারশিপ। কোনও স্কুল আবার চালু হলেও কাজের গতি খুবই কম। এই প্রসঙ্গে আজ, শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) কড়া ধমক দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন।


    জানা গিয়েছে, শুক্রবার একাধিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শমা। স্কুলগুলিতে রাজ্যের তরফে চালু হওয়া স্কলারশিপ প্রকল্প কেমন চলছে, তা নিয়ে তথ্য হাতে পেতেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। দেখা যায়, জলপাইগুড়িতে প্রায় ৫০০টি স্কুলে এখনও পর্যন্ত মেধাশ্রী স্কলারশিপ চালু হয়নি। একই হাল শিক্ষাশ্রী স্কলারশিপের ক্ষেত্রেও। এসসি, এসটি মিলিয়ে জেলায় শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়নি এমন স্কুলের সংখ্যা কম নয়। একাধিকবার বলার পরও কেন স্কুলগুলিতে এই স্কলারশিপ চালু হচ্ছে না তা নিয়ে বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে কারণ জানতে চান শমা।
  • Link to this news (বর্তমান)