• প্রকাশ্যে রাস্তায় এবার হাইকোর্টের মহিলা আইনজীবীর শ্লীলতাহানি!
    ২৪ ঘন্টা | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • তথাগত চক্রবর্তী: দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় এবার হাইকোর্টের মহিলা আইনজীবীর 'শ্লীলতাহানি'! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।

    পুলিস সূত্রে খবর, স্বামী-স্ত্রী দু'জনেই পেশায় আইনজীবী। ব্যক্তিগত কাজে বাইকে চেপে একসঙ্গে একসঙ্গেই বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝপথে হঠাত্‍-র বাইকে পেট্রোল শেষ হয়ে যায়। হেঁটে তখন পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন ওই মহিলা আইনজীবী ও তাঁর স্বামী। অভিযোগ, নরেন্দ্রপুরের শিমুলতলা এলাকায় ওই মহিলা ছবি তোলেন কয়েকজন যুবক। সঙ্গে অশ্লীল ইঙ্গিত, মন্তব্যও!

    ঘটনার প্রতিবাদ করেন ওই আইনজীবীর স্বামী। এরপর তাঁকেও অভিযুক্তরা গালিগালাজ, এমনকী হুমকি দেয় বলেও অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই উত্তম গোপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস।

    এদিকে আরজি কাণ্ডে তদন্তে এবার সন্দীপ ঘোষের  নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করেছে আদালত। ২৩ সেপ্টেম্বর নার্কো টেস্ট হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের

  • Link to this news (২৪ ঘন্টা)