• পশ্চিম মেদিনীপুরে বন্যার কবলে রয়েছে এক লক্ষ ৭০ হাজার মানুষ
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যার ফলে সমস্যায় পড়েছেন প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ। মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। বন্যা কবলিত এলাকায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইমতো ঘাটাল সহ বিভিন্ন ব্লকে বন্যা পরিস্থিতির মধ্যেই বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রশাসনের তরফে অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। একইসঙ্গে শুধু শেষ কয়েকদিনে পাঁচ লক্ষ পাউচ জল সরবরাহ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২১৩টি গ্রামের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। তবে কেশপুর সহ বিস্তীর্ণ এলাকায় জল নামতে শুরু করেছে। সাধারণ মানুষের জন্য ত্রিপল বিলি শুরু হয়েছে। পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা হচ্ছে। 


    জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বৃষ্টি না হওয়ায় জলস্তর নামতে শুরু করেছে। দুর্গত এলাকার মানুষ যাতে ভালো স্বাস্থ্য পরিষেবা পায়, সেই দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। 


    প্রশাসনের এক আধিকারিক বলেন, ঘাটাল, ডেবরা সহ বিভিন্ন ব্লকে রেসকিউ ক্যাম্প খোলা হয়েছে। সেখানে সাধারণ মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে। পাশাপাশি মেডিক্যাল সুবিধা পৌঁছে দিতে স্বাস্থ্য শিবির করা হয়েছে। বিভিন্ন ব্লকের আশাকর্মীরা নৌকা করে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছেন। শতাধিক মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। রিলিফ ক্যাম্পের মাধ্যমে জেলায় ২১ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। 


    এক আধিকারিক বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় কিছু জায়গায় বিপত্তি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ চলছে।  কেশপুরের বাসিন্দা শ্যামল ঘোষ বলেন, মানুষ সরকারি পরিষেবা পেয়েছেন। সঠিক সময়ে ত্রাণ পাওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)