• পুজো উপলক্ষে মিলন মেলায় শুরু বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল, মিলবে তাঁতের শাড়ি থেকে মিষ্টি
    আজ তক | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • পুজো উপলক্ষে শুরু হয়ে গেল বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। শুক্রবার থেকে মিলন মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে এই সরকারি উদ্যোগে কেনাকাটার উৎসব। পুজো উপলক্ষে এই কেনাকাটার উৎসব চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলার গেট। শুক্রবার মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, অর্থ উপদেষ্টা অমিত মিত্র।

    কী কী পাওয়া যাবে

    পোশাক, গয়না, ইলেকট্রনিক সামগ্রী, চামড়াজাত পণ্য এবং অন্যান্য আইটেম বিক্রির স্টল রয়েছে। এছাড়াও রয়েছে বাংলার বিপুল হস্তশিল্প, ফ্যাশন ফ্যাব্রিক থেকে চাল, মধু, মিষ্টি এবং আরও অনেক কিছু। এই প্রদর্শনীতে ৪০০টিরও বেশি স্টল রয়েছে। তাতে শাড়ি, গয়না-সহ বিভিন্ন পণ্য রয়েছে। শপিং ফেস্টিভ্যালে শুধু কেনাকাটাই নয়, পেটপুজোও করতে পারবেন আম-জনতা। দেশি-বিদেশি নানা ধরনের পদও চেখে দেখার সুযোগ পাবেন।

    পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি ২৩ টা জেলার বিখ্যাত মিষ্টির সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে। বিশেষ কয়েকটি জিনিসের ওপর কেনাকাটায় থাকবে আকর্ষণীয় ছাড়।

    শুক্রবার শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের কাছে জেলায় জেলায় শপিং মল তৈরির কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (এসএইচজি) জেলাগুলির শপিং মলে তাদের পণ্য বিক্রি করার জন্য জায়গা দেওয়ার কথা ভাবছে। সরকার শপিং মল তৈরির জন্য প্রতিটি জেলায় বেসরকারি বিনিয়োগকারীদের এক একর জমি দিতে আগ্রহী, যেখানে সিনেমা হলও থাকবে।
  • Link to this news (আজ তক)