• কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, ৪৩ দিনের মাথায় ফের ছন্দে RG Kar
    প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ক্ষীরোদ ভট্টাচার্য: ৪৩ দিনের মাথায় ফের ছন্দে ফিরল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল(RG Kar Hospital)। শনিবার সকাল থেকে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিশ্রুতি মতো আপাতত জরুরি বিভাগে কাজে ফিরেছেন তাঁরা। তবে এখনও আউটডোরে রোগী দেখছেন সিনিয়ররাই। রাজ্য সরকার কয়েকটি শর্ত মানলে তবে আউটডোরে ফের কাজে ফিরবেন বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

    গত ৮ আগস্ট, নাইট শিফটে ছিলেন আর জি করের তরুণী চিকিৎসক। পরদিন সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। এই ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমবার খোদ মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয়বার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর শনিবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তার আগে শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স-প্রায় সাড়ে তিন কিলোমিটার মিছিল করে জুনিয়র ডাক্তারদের সংগঠন। বহরে তেমন দীর্ঘ ছিল না তরুণ ডাক্তারদের সিজিও অভিযান। কিন্তু মিছিল থেকে যেসব শাণিত স্লোগান শোনা গিয়েছে, তাতে রাজ্যের তরুণ চিকিৎসকরা স্পষ্ট করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর জি করের পিজিটি খুন ও ধর্ষণের কিনারা করতেই পারেনি। শুধুমাত্র তথ্য সংগ্রহ করে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব তদন্তের জাল গোটাতেই হবে। প্রকৃত খুনিকে চিহ্নিত করতে হবে। বস্তুত, সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য প্রশাসন যে কথা বলে আসছিল। অনেকটা দেরিতে হলেও সেই কথাটাই এদিন বার বার সেই অভিযোগ স্লোগানের মাধ্যমে শোনা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের মিছিলে।

    জুনিয়র ডাক্তারদের তরফে ডা. অনিকেত মাহাতোর অভিযোগ, “একমাসের বেশি সময় ধরে সিবিআই তদন্ত করছে। কতটা তদন্ত এগোল এসব তো মানুষ জানতে চাইছে। আমরাও জানতে চাই।” আরেক জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারের সাফ কথা, “আন্দোলন বন্ধ হয়ে গেল এমনটা ভাবার কোনও কারণ নেই। তদন্ত প্রক্রিয়া ঠিকমতো না এগোলে দশ দিন পর আবার ফেরত আসা হবে।” স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলে স্লোগান উঠেছে, “আর কতদিন সময় চাই/ জবাব দাও সিবিআই।” আবার স্লোগান উঠেছে সন্দীপ ঘোষের নামেও। টানা ৪৩ দিন রাজপথে রোদ বৃষ্টি মাথায় নিয়ে টানা কর্মবিরতি চালিয়েছে। বস্তুত জেলার মেডিক্যাল কলেজগুলির পিজিটিরা কাজে ফিরতে শুরু করেছেন। এমন অবস্থায় কাজে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বার্তা আসার পরেই কাজে যোগ দেওয়ার তোড়জোড় শুরু হয়। সূত্রের খবর মহিলা চিকিৎসক খুনের তদন্ত সহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের আন্দোলন চলবেই। দরকারে ফের রাজপথে নেমেই দাবি আদায় করা হবে।
  • Link to this news (প্রতিদিন)