প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম
এই সময় | ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রয়াত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া।জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার ঝাড়গ্রাম হাসপাতালে প্রাক্তন সাংসদকে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি ঘটলে গত বৃহস্পতিবার তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ তিনদিন সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকালে তিনি প্রয়াত হন।
রাজনৈতিক জীবনে সদা হাস্যময় ও মিতভাষী ছিলেন কুনার। কুনার হেমব্রম পেশায় চিকিৎসক ছিলেন। তবে, চিকিৎসার পাশাপাশি সাঁওতালি সাহিত্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। সাঁওতালি সাহিত্য রচনা এবং প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২০১৯ সালে তিনি বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়ান। প্রথমবার নির্বাচনে লড়েই জয়লাভ করেন তিনি। যদিও, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন কুনার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০২৪ - এর লোকসভা নির্বাচনে তিনি আর ভোটে দাঁড়াননি। গোপীবল্লভপুরের ছাতিনাশোল ময়দানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভা চলাকালীন তিনি তৃণমূলে যোগ দেন।
তাঁর প্রয়াণে ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সরেন বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক খবর। কুনারের অকালমৃত্যুতে আমি তাঁর পরিবার-পরিজনেদের সমবেদনা জানাই।’ কুনারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক একটি পোস্টে লেখেন, ‘আমি কুনার হেমব্রমের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই।’