• ভাসছে কোলাঘাট, 'আমি আর কুণালদা ঘুরে এলাম?' লিখলেন দেবাংশু, BJP MP অভিজিৎ কোথায়?
    হিন্দুস্তান টাইমস | ২১ সেপ্টেম্বর ২০২৪
  • এবারের লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে পরাজিত হয়েছেন তিনি। তবে শনিবার দেবাংশু একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে গোড়ালির থেকে একটু উঁচুতে জল। সেই জল ঠেলে এগিয়ে যাচ্ছেন দেবাংশু। সঙ্গে অপর তৃণমূল নেতা কুণাল ঘোষ। বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছেন দুজনে। সেই সঙ্গেই ত্রাণ বিলি। আর তার সঙ্গেই জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করে খোঁচাও দিলেন।

    দেবাংশু ফেসবুকে লিখেছেন, তমলুক লোকসভার মানুষ হয়তো আমাকে জেতাননি। কিন্তু প্রায় ৭ লাখ ভোট দিয়েছেন। যা বিপুল। তাই একটা টান থেকেই যায়। কোলাঘাট ব্লকের কিছু অঞ্চল কেন্দ্র ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত। সেখানকার কিছু অঞ্চল আজ আমি এবং কুণালদা ঘুরে এলাম। সাথে ছিলেন জেলার নেতৃত্বগণ। কথা বললাম অসহায় মানুষগুলোর সাথে। ঘুরে দেখলাম ত্রাণ শিবিরগুলিও। আমাদের তরফের সামান্য আয়োজন বিলি করলাম। সারাদিন ঘুরে মানুষের মুখে মুখে একটা কথাই শুনলাম, আপনি হেরে গিয়েও এলেন। কিন্তু যিনি জিতেছেন তিনি কই? প্রশ্ন করলেন দেবাংশু।

    অর্থাৎ বন্যাও দেখলেন, ত্রাণ বিলিও হল আবার সেই সঙ্গেই খোঁচা দেওয়াটাও হল। সব মিলিয়ে বন্যায় দুর্গত মানুষের পাশে থাকার বিষয়টি অনেকেরই নজর কেড়েছে। অনেকেই সমাজমাধ্যমে দেবাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গেই একজন নেট নাগরিক লিখেছেন, আরজি করে কতবার গেছ ?

    অপর একজন লিখেছেন, যিনি জিতেছেন তিনি কোনও দিন আসবেন না। শুধু মুখে বড় বড় কথা বলবেন এটাই ওদের কাজ।

    মোটের উপর প্রশংসা করেছেন অনেকেই। তবে বন্যার কারণ নিয়ে নানা জনে নানা কথা বলছেন। কিন্তু সাধারণ মানুষেরও প্রশ্ন, জেতার পরে কোথায় গেলেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়? তিনি বিচারপতি থাকার সময়তেও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেন। এমনকী সংবাদমাধ্যমের সামনে তিনি সাক্ষাৎকারও দিয়েছিলেন। তবে তিনি বিজেপি সাংসদ হওয়ার পরে সংবাদমাধ্যমের সামনে তাঁকে আর বিশেষ দেখা যায় না।

    অনেকের মতে, এখন তো সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার ক্ষেত্রে কোনও বাধা নেই। অথচ তাঁকে আর বিশেষ দেখা যাচ্ছে না। এমনকী মানুষের পাশে দিন রাত থাকার ক্ষেত্রে তিনি কতটা সময় দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি দলীয় কর্মসূচিতেও তাঁকে আর বিশেষ দেখা যায় না। তাহলে তিনি গেলেন কোথায়?
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)