দীর্ঘ ৮ মাস পর 'মুক্তি', রাশিয়া থেকে দেশে ফিরলেন উরগেন
এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৪
দীর্ঘ উৎকণ্ঠার অবসান। দেশে ফিরলেন কালিম্পঙের উরগেন তামাং। ভারত সরকারের উদ্যোগে রাশিয়া থেকে বাড়ি ফিরলেন তিনি। ভাড়াটে সৈন্য হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামানো হয়েছিল তাঁকে। উরগেন বাড়ি ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা।দীর্ঘদিন ধরেই আতঙ্কে কাটছিল রাত। অন্যদের মতো তিনিও মারা যেতে পারেন এই আশঙ্কায় কেটেছে প্রতিটি মুর্হুত। চারপাশে শুধু গোলাগুলির শব্দ। কেন্দ্রের কাছে তাঁকে দেশে ফেরানোর জন্য আবেদন জানিয়েছিলেন উরগেন। দীর্ঘ প্রায় আট মাস পর বিদেশ মন্ত্রকের প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা হল প্রাক্তন ভারতীয় সেনা কর্মীকে।
কালিম্পং পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উরগেন। এর আগে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর গুজরাটের একটি কোম্পানিতে কাজ করতেন। পরিবার সূত্রে খবর, ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন উরগেন। অবসরের পর গুজরাটে একটি সংস্থায় চাকরি কাজ করার সময়ই গত ১৮ জানুয়ারি তিনি রাশিয়া উড়ে যান। দিল্লির এক এজেন্টের সঙ্গে যোগাযোগ হওয়ার পর তাঁকে রাশিয়ায় মোটা বেতনের কাজের প্রলোভন দেখানো হয়। ফাঁদে পা দিয়ে রাশিয়া গিয়েই সমস্যায় পড়েন।
সেখানে যাওয়ার পর যুদ্ধের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। গত ২৬ মার্চ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে থেকে একটি ভিডিয়ো করেছিলেন উরগেন। রাশিয়া থেকে ফিরতে চেয়ে পরিবারকে ভিডিয়ো বার্তা পাঠান উরগেন। ভিডিয়ো বার্তা নিয়ে প্রশাসনের দারস্থ হয় পরিবার।
শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামার পরেও উরগেনের মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। উরগেন বলেন, ‘আনন্দ লাগছে। কালিম্পং পুরসভার চেয়ারম্যান এবং পরিবারের সকলের প্রার্থনায় আমি আজ দেশে ফিরতে পারলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে দেশে ফেরার আবেদন জানিয়েও কিছু হয়নি। এবার দেশে ফিরছি, ভালো লাগছে।’ অন্যদিকে, কালিম্পং পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান জানান, আজ খুব আনন্দের দিন। দীর্ঘ লড়াই করে অনেক চিঠিপত্র পাঠানোর পর আজ উরগেনকে ফিরিয়ে আনা হল।