• ডাক্তারদের কর্মবিরতি উঠতেই মুছে গেল স্লোগান, অভিযোগ পেয়ে কী জানালেন মেয়র?
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৪
  • অভিরূপ দাস: ‘‘সৌন্দর্য ফিরিয়ে আনতেই দেওয়ালে নতুন করে রঙ করা হয়েছে।’’ স্বাস্থ‌্য ভবনের সামনে থেকে জুনিয়র চিকিৎসকদের দেওয়াল জুড়ে আঁকা স্লোগান মোছা নিয়ে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আর জি কর মেডিক‌্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত‌্যুর পর একাধিক দাবি নিয়ে স্বাস্থ‌্য ভবনের সামনে ধর্ণায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। রাস্তা জুড়ে আঁকা হয়েছিল গ্রাফিতি। দেওয়ালে স্প্রে রঙ দিয়ে লেখা হয়েছিল স্লোগান।

    ১১ দিন পর, শুক্রবার জুনিয়র চিকিৎসকদের সেই কর্মবিরতি উঠেছে। আর তার পরই তড়িঘড়ি নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে রাস্তা, দেওয়াল থেকে সমস্ত স্লোগান মুছে ফেলা হয়। গ্রাফিতি ঢাকতে রাস্তায় পড়ে নতুন আলকাতরার প্রলেপ। বিরোধীদের একাংশ অভিযোগের সুরে বলতে শুরু করে, তড়িঘড়ি স্লোগান মুছে আন্দোলনকে ছোট করতে চাইছে শাসকদল।

    এনিয়ে শনিবার মেয়র জানিয়েছেন, আন্দোলনকে ছোটও করার কোনও প্রশ্নই নেই। ফিরহাদের কথায়, ‘‘ওই এলাকায় ভিনরাজ‌্য থেকে প্রচুর মানুষ আসেন। আমি মেয়র হিসেবে বার বার আবেদন জানাই, দেওয়ালে লিখে নোংরা করবেন না।’’ মেয়রের দাবি, ”আমি নিজের বিধানসভা এলাকাতেও নির্বাচনেও দেওয়াল লিখিনি। ব‌্যক্তিগতভাবে আমি মনে করি দেওয়াল লিখলে জায়গাটা নোংরা হয়ে যায়। দেওয়ালটা যেন সুন্দর থাকে ? সেটাই চাওয়া।’’

    এদিন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিরহাদ। বলেছেন, ‘‘আশা করি মানুষ এবার চিকিৎসা পাবে। মনে রাখতে হবে রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় গরিব মানুষ চিকিৎসা পান। এতদিন বিত্তবানদের অসুবিধা হচ্ছিল না। আজ থেকে তারা চিকিৎসা পাবেন।’’
  • Link to this news (প্রতিদিন)