এই সময়, শান্তিনিকেতন: ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছিলেন বিশ্বভারতীর আবাসিক ছাত্রী অনামিকা সিং বলে জানাল বীরভূম জেলা পুলিশ। পাতা ফাঁদ থেকে বেরতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি।জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘মৃত ছাত্রী অনামিকা সিং ২ লক্ষ ২৬ হাজার টাকা লগ্নি করেছিলেন ভুয়ো ক্রিপ্টোকারেন্সিতে৷ লগ্নির টাকা থেকে দু’বার লভ্যাংশও পেয়েছিলেন অনামিকা৷ কিন্তু পরবর্তী সময়ে তাঁকে আর টাকা দেওয়া হচ্ছিল না৷ ছাত্রীটি যখন তাঁর ইনভেস্ট করা টাকা ফেরত পাচ্ছিলেন না, তখন পরিবার বা যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাদের কী বলবেন, সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।’
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কলকাতা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়ো ক্রিপ্টোকারেন্সিতে টাকা বিনিয়োগ করেছিলেন অনামিকা। প্রতারনা চক্র আরও টাকা বিনিয়োগের জন্য চাপ দিলে বাড়ি থেকে ৯০ হাজার টাকা এনে লগ্নি করেন তিনি।
এর পর আরও লগ্নির জন্য চাপ শুরু হয়। এ বার বোনের অসুস্থতার কথা বলে নিজের ডিপার্টমেন্ট থেকে টাকা তুলতে থাকেন অনামিকা। ওই টাকাও বিনিয়োগ করেন। এমনকী চড়া সুদে টাকাও ধার নিয়ে বিনিয়োগ করেছিলেন তিনি।