• টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট দেবে SSC! কবে কাদের দেবে? কত টাকা? অন্য কেউ পাবেন?
    হিন্দুস্তান টাইমস | ২২ সেপ্টেম্বর ২০২৪
  • আগামী সপ্তাহে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট প্রদান করা হবে। শুধুমাত্র ২০১১ সালের টেটের পর্যন্ত দেওয়া হবে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট। শুধুমাত্র কর্মদিবসে দেওয়া হবে। ছুটির দিনে দেওয়া হবে না। আর সেজন্য প্রার্থীদের টাকা দিতে হবে বলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।

    ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট প্রদান করা হবে। ছুটির দিনে দেওয়া হবে না টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট।

    সল্টলেকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিস বা স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক অফিস থেকে ২০১১ সালের টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে। আচার্য সদনে কমিশনের অফিসের ঠিকানা হল - 11 and 11/1, Block-EE, Salt Lake, Kolkata-700091।


    পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, অরিজিনাল অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং আবেদনপত্র রিসিটের কপি নিয়ে যেতে হবে। আর যদি কোনও প্রার্থীর অরিজিনাল অ্যাডমিট কার্ড হারিয়ে যায়, তাহলে যে থানায় জেনারেল ডায়েরি করেছিলেন, সেটির অরিজিনাল কপি নিয়ে যেতে হবে বলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।

    কোনও প্রার্থী যদি নিজে যেতে না পারেন, তাহলে তাঁর কোনও প্রতিনিধি কমিশনের অফিস থেকে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীর হয়ে অন্য কেউ যদি টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে আসেন, তাহলে তাঁকে প্রার্থীর টেটের অরিজিনাল অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং আবেদনপত্র রিসিট নিয়ে যেতে হবে।


    সেইসঙ্গে 'অথরাইজেশন লেটার' লাগবে। যিনি যাবেন, তাঁকে সই করতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীর হয়ে তিনি যে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে গিয়েছেন, সেটার প্রমাণ হিসেবে 'অথরাইজেশন লেটার' লাগবে। ওই প্রতিনিধির সচিত্র পরিচয়পত্রও লাগবে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।

    পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট পাওয়ার জন্য প্রার্থীদের নগদে ১,০০০ টাকা দিতে হবে। যদিও সেই অঙ্কটা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘অস্বাভাবিক এই ফি বৃদ্ধির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

    আরও পড়ুন: RRB NTPC 2024 Recruitment: প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)