সংবাদদাতা, জঙ্গিপুর: সূতি চক্রের একটি গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষিকাদের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হয়েছে। স্কুলে স্বেচ্ছায় পাঠদানে আসা এক শিক্ষকের সঙ্গে একাধিক সহকারী শিক্ষিকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাতে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। একাধিক ভুয়ো আইডি থেকে করা এসব পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই স্কুলের শিক্ষিকারা শনিবার দুপুরে জঙ্গিপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শিক্ষিকারা জানান, এঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কে বা কারা কী উদ্দেশ্যে সামজিক মাধ্যমে এসব ছড়াচ্ছে, তা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সূতি চক্রের এসআই অরিন্দম দত্ত বলেন, এবিষয়ে কোনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। স্কুলের প্রধান শিক্ষিকা এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
প্রায় সাতমাস ধরে ওই বালিকা বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষিকার নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ছবি ও মন্তব্য পোস্ট করা হচ্ছে। শিক্ষিকাদের ছবি ও স্কুলে স্বেচ্ছায় পড়াতে আসা এক শিক্ষকের ছবি এডিট করে পোস্ট করা হচ্ছে। শিক্ষিকাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথাও লেখা হচ্ছে। বিষয়টি সম্প্রতি শিক্ষিকাদের নজরে আসে। তাঁরা স্বেচ্ছায় পড়ানো ওই ব্যক্তির স্কুলে আসা নিয়ে আপত্তি তোলেন। স্কুলে আরও এক যুবক নাকি নিয়মিত আসে। ছাত্রীদের ক্লাসে অবাধে প্রবেশ করে। এমনকী, পরীক্ষায় রীতিমতো গার্ড দেয়। গার্লস স্কুলে বহিরাগত একাধিক পুরুষ আসায় শিক্ষিকাদের একাংশ আপত্তি তোলেন। তাঁদের অভিযোগ, এবিষয়ে প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতিকে জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে এদিন স্কুলের সাতজন শিক্ষিকা সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।