পাটনা: হস্টেল ঘর থেকে উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। শুক্রবার রাতে পাটনার ন্যাশানাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-এর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে বিহারে পড়তে এসেছিলেন ওই ছাত্রী। শুক্রবার রাত সোয়া দশটা নাগাদ পুলিসের কাছে খবর পৌঁছয়। জানানো হয়, হস্টেল ঘরে গলায় ফাঁস দিয়ে এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ছাত্রীর নাম বা পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিস। অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কলেজের অন্যান্য পড়ুয়ারা। তাঁরা কলেজের বাইরে জমায়েত করে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ দেখান।