মহিলা তৃণমূলের আন্দোলনকে সমর্থন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি কর কাণ্ড নিয়ে ২৮ সেপ্টেম্বর পথে নামছে মহিলা তৃণমূল। ‘চুপ কেন সিবিআই, তিলোত্তমার বিচার চাই’– এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি শুরু করছে শাসকদলের মহিলা ব্রিগেড। এবার তৃণমূলের এই কর্মসূচিকে সমর্থন জানালেন কেন্দ্রের মোদি-মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর। শনিবার তিনি বললেন, এমন আন্দোলনে নামা উচিত। স্বাভাবিকভাবে তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা।আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর রাজ্য পুলিস এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তারা গ্রেপ্তার করেছে আর জি করের তৎকালীন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। কিন্তু তারপরে আর বিশেষ কিছু জানাতে পারেনি সিবিআই