ফের নিম্নচাপের ভ্রুকুটি, সোম থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৪
পুজোর মুখে ফের একবার রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।সোমবার তৈরি হতে পারে নিম্নচাপ
এই মুহূর্তে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং থাইল্যান্ড উপকূল এই দুই জায়গায় দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রবিবার সকালের দিকে শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাবে পরিস্থিতি। আংশিক মেঘলা হতে শুরু করবে আকাশ। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বাড়বে অস্বস্তি। রবিবার হালকা বৃষ্টিপাত হতে পারে শহরে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাত।
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রবিবার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। সোম থেকে বুধবারের মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া , পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দার্জিলিং এবং সিকিমে গরম ও অস্বস্তি বাড়বে। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার অবশ্য দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।