• ১৭৫ কিমি মানববন্ধনের ডাক মহিলা তৃণমূলের
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশে থাকার বার্তা দিতে আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধন করতে চলেছে তৃণমূল মহিলা সংগঠন। কলকাতার পাশাপাশি তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলাতেই এই মানববন্ধন কর্মসূচি হবে। প্রতিটি জেলায় অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হবে।প্রতিটি সাংগঠনিক জেলায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন একত্র ধরলে সারা রাজ্যে ওই দিন মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধন হতে চলেছে। কলকাতার কর্মসূচিতে মহিলা তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব উপস্থিত থাকবেন। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই মানববন্ধনের মূল স্লোগান—‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’।

    মহানগরে তৃণমূলের উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা একত্রে মানববন্ধন করবে। রাজ্যে এখন মেয়েদের জন্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহিলা উদ্যোগপতি-র মতো মোট সাতটি প্রকল্প রয়েছে। তৃণমূলের মহিলা শাখা এই মানববন্ধনের যে প্রচারপুস্তিকা প্রকাশ করেছে সেখানে এই সাতটি প্রকল্প বাস্তবায়িত করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। কোনও কোনও সাংগঠনিক জেলায় একাধিক মানববন্ধনেরও সিদ্ধান্ত হয়েছে।

    কেন এই মানববন্ধন?

    চন্দ্রিমার বক্তব্য, ‘রাজ্যের মেয়েদের জন্যে মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন। মহিলাদের ক্ষমতায়ন করেছেন। তাই কৃতজ্ঞতা জানাতে এই কর্মসূচি।’ বিভিন্ন সাংগঠনিক জেলার সদরে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল এই মানববন্ধন আগামী ২৮ তারিখ হবে। কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে ওই সময়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে তৃণমূলের মহিলা নেতৃত্ব কর্মসূচি পিছিয়ে ৩০ তারিখ করেছেন।

    আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিক সমাজ একাধিক বার মানববন্ধন করেছে। শ্যামবাজার থেকে সোদপুর পর্যন্ত দীর্ঘ মানববন্ধন হয়েছে। নাগরিক সমাজের সেই মানববন্ধনে মহিলাদের বিপুল উপস্থিতিও চোখে পড়েছে। তার পরেই এ বার মানববন্ধন কর্মসূচি শাসকদলের।
  • Link to this news (এই সময়)