ডিভিসি-র বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই আধিকারিক, ‘জলযুদ্ধে’ জমি ছাড়তে নারাজ মমতা!
আনন্দবাজার | ২২ সেপ্টেম্বর ২০২৪
মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ন্ত্রণে ডিভিসির ভূমিকায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে দ্বিতীয় চিঠিটি লিখেছেন। জানিয়েছেন, তিনি কেন্দ্রের আচরণের প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। এ বার সেই আবহেই ডিভিসির বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার।