• সিবিআইয়ের নজরে এখন টালা থানার এক এসআই, বিরূপাক্ষ–অভীকের সঙ্গেই তলব
    হিন্দুস্তান টাইমস | ২২ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন চিকিৎসক–নেতাকে আজ, রবিবার আবার তলব করল সিবিআই। রবিবার বেলা ১১টা নাগাদ সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং সৌরভ পালকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে সিবিআই। সূত্রের খবর, শনিবার মাঝরাত পর্যন্ত এই তিনজনকে জেরা করা হয়েছিল। তারপর রবিবার আবার ডাকা হয়েছে। আবার টালা থানার এক এসআইকে তলব করেছে সিবিআই। রবিবার তাঁকেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সেখানেই আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ–খুনের তদন্ত চলছে।

    এদিকে ইতিমধ্যেই টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসকে তলব করল সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, রবিবার দুপুরে সিজিওতে হাজির হতে বলা হয়েছে এই পুলিশ অফিসারকে। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর পুলিশের ভূমিকা কেমন ছিল, ঘটনাপ্রবাহ কেমনভাবে এগিয়েছে?‌ এই সব প্রশ্নের উত্তর জানতে চায় সিবিআই। এমনকী বয়ান মিলিয়ে দেখতেই এই তলব। আর তরুণী চিকিৎসক খুনের ঘটনার পর সেমিনার হলের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। সেখানে বিরূপাক্ষ, অভীক, সৌরভকে দেখা যায় বলে অভিযোগ। এখন বেশ কিছু ছবি সিবিআইয়ের হাতে এসেছে।


    অন্যদিকে টালা থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। আর তার সূত্র ধরেই ওই এসআইকে তলব করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রথম এফআইআরের পরিবর্তে জিডি করা হয়েছিল কেন?‌ এই বিষয়ে এসআই চিন্ময় বিশ্বাসকে জেরা করা হবে বলে সূত্রের খবর। এখন কর্মবিরতি উঠে গিয়েছে। কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। এই কাজে ফেরার আগে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তাঁরা মিছিল করে। নির্যাতিতা তরুণী চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তার বিচার চান জুনিয়র ডাক্তাররা। শনিবারই বিরূপাক্ষ, অভীক, সৌরভকে জিজ্ঞাসাবাদ করা হয়ে। আজ, রবিবারও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

    এছাড়া এই তিন চিকিৎসকের বিরুদ্ধে বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। বিরূপাক্ষকে প্রথমে কাকদ্বীপে বদলি করা হলেও পরে তাঁকে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই তিন চিকিৎসক নেতার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আছে। বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডক্টর বিরূপাক্ষ প্রভাবশালী বলে অভিযোগ। এসএসকেএম হাসপাতালের পিজিটি অভীক মেডিক্যাল মাফিয়া চক্র চালাতেন বলে অভিযোগ। তবে আরজি কর হাসপাতালের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তদন্তের একটি রিপোর্ট সর্বোচ্চ আদালতে জমাও দিয়েছে সিবিআই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)