দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছিল সম্প্রতি। তবে ধীরে ধীরে জলস্তর নামছে। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ অন্যান্য সমস্ত জায়গাতেই কমেছে জলস্তর। রবিবার অবশেষে ঘাটাল গিয়ে পৌঁছলেন দেব। নিজের হাতে বিলি করলেন ত্রাণ।
এদিন দেবকে নৌকায় চেপে লাইফ জ্যাকেট পরে মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে বন্যাকবলিত এলাকায় যেতে দেখা যায়। সেখানে গিয়ে তিনি নিজের হাতে স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেন। তাঁকে দেখতেও অনেকে ভিড় জমিয়েছিলেন। তাঁদের সঙ্গে হাতও মেলান অভিনেতা তথা সাংসদ।
এরপর এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের এই অবস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন মুখ্যমন্ত্রীর সুরেই সুর মেলান। ইঙ্গিত দেন ম্যান-মেড বন্যার দিকেই। আসলে এই কদিন তিনি ঘাটালে না যাওয়ায় এবং সেখানে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত না হয় সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টা নিয়ে বিস্তর ট্রোল চলেছে, কটাক্ষ করা হয়েছে তাঁকে। ঘাটালের এই বন্যা প্রসঙ্গে দেব তাই বলেন, 'ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা পরিস্থিতি সামাল দেওয়া যেত কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অনেকগুলো জেলা, হুগলি ২৪ পরগনা জলের তলায় চলে গিয়েছে। পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এত পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা ঘাটাল মাস্টারপ্ল্যানের নেই বলেই আমার ধারণা। বৃষ্টির বন্যা থেকে রক্ষা মিলতে পারে।'
এই বিষয়ে দেব জানান মান সিংহ কমিটি যে ঘাটাল মাস্টারপ্ল্যানের সুপারিশ করেছিল সেটা করলে ঘাটালের অনেকটাই নদী হয়ে যেত। তাই সেটাকে রিভাইস করে নতুন প্ল্যান বানানো হয়েছে যেখানে ৪ কিমি জায়গায় বাঁধ দিয়ে দুটো নদীকে মেলানো হবে। আপাতত সেই কাজের জন্য জমি অধিগ্রহণ চলছে। দেবের দাবি রাজ্য সরকার দ্রুত এই কাজটা বাস্তবায়িত করার চেষ্টা করছে।